About us

RT Mega Mart একটি পণ্য বিক্রয়ের নিখু‍‍‌ত ও বিশ্বস্ত দ্রুতগামী অনলাইন প্লাটফর্ম। ঈমানদীপ্ত চেতনা নিয়ে এর আবির্ভাব। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে

“মিথ্যা আশ্বাসের মাধ্যমে পন্য বিক্রেতাদের সাথে আল্লাহ কথা বলবেন না। নিশ্চয়ই মহান আল্লাহ তায়ালা হালাল উপার্জনকারীদের পছন্দ করেন”।( সহীহ মুসলিম:খন্ড-১:হাদীস-১৯৩)

এ বিষয়ে রাসূল (সাঃ) বলেন ( كسب الحلال فريضة بعد الفريضة ) অর্থাৎ ফরয আদায়ের পর হালাল পন্থায় উপার্জনও ফরয।

এই প্রতিষ্ঠানটির মার্চেন্ট একজন ধর্মভীরু, সৎ, উচ্চ শিক্ষিত, টেকনোলজি এক্সপার্ট, চৌকস ও দক্ষ নাগরিক। তিনি দেখেছেন তথ্য প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল যোগাযোগই এখন অনলাইন নির্ভর। আর বর্তমানে সকল পণ্যই এখন অনলাইন মার্কেটে জমজমাট। তাই মানুষের সেবার কথা বিবেচনা করে হাতের দৌড়গড়ায় মানসম্মত প্রিমিয়াম কোয়ালিটির RT কোম্পানির পণ্য পৌছে দিতে তিনি নিয়ে এসেছেন শক্তিশালী ডোমেন www.rtmegamart.com

এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য সব সময়ই থাকবে টেকসই পণ্য, সুলভ মুল্যে ও সীমিত লাভে বিক্রয়োত্তর সুবিধা। শুধু তাই নয় প্রতিষ্ঠানটি ঘোষনা করছে যে, নিজস্ব ব্রান্ডিং কোম্পানি RT পণ্যে আপনাদের থেকে বার্ষিক লভ্যাংশের ৩% (ভবিষ্যতে বাড়বে) অসহায় পরিবার, মসজিদ, মাদ্রাসা, লিল্লাহ বোডিং বা ভাল কাজে দান করা হবে, যেই দানের সওয়াব আকাশে ভেসে বেড়াবে এবং ক্রেতাদের উপরে গিয়ে বর্তাবে। তাই আর দেরী না করে কোন কিছু ক্রয়ের মনঃস্থ করে থাকলে বিশ্বস্ত প্রতিষ্ঠান RT Mega Mart ভিজিট করুন পছন্দ হলে কেনা-কাটা করুন, দামের তুলনায় মানসম্মত কিনা সুচিন্তিত মতামত দিয়ে কমেন্টস করুন, রিভিউ দিন, চাহিদা থাকলে ইনফরমেশন দিন।

পরিশেষে আশাবাদ ব্যক্ত করি- দল,মত,জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে-“RT পণ্য কিনে হউন ধন্য“।

Shopping Cart